Friday, August 8, 2025

আশাশুনি কুল্যায় ঘাত সহনশীল ফসল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় সদস্য পর্যায়ে দুই দিন ব্যাপী “ঘাত সহনশীল উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ” বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০২ জুন ২০২৪ রোজ রবিবার ও ০৩ জুন ২০২৪ রোজ সোমবার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরে এ কর্মশালার আয়োজন করা হয়।
উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীদের কারিগরি পরামর্শ প্রদান করেন এবং উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও ইউএসএইড এর কারিগরী কৃষি কর্মকর্তা নুরুল আমীন। উন্নয়ন প্রচেষ্টার কুল্যা শাখা ব্যবস্থাপক আমিনুর ইসলাম রিপনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইইউ প্রকল্পের পিপিইপিপি সফল খামারী নয়ন সিদ্দিকী, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কারিগরি কর্মকর্তা বাশিরুল ইসলাম, সফল প্রকল্পের কারিগরি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। সহকারি কারিগরি কর্মকর্তা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, উপজেলা ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আঞ্চলিক ব্যবস্থাপক মহিবুল্লাহ ফকির, প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article