Friday, November 28, 2025

আশাশুনি কাদাকাটিতে শত শত মানুষ খালে বাঁধের কাজ আটকে নেটপাটা পুড়িয়ে দিয়েছে

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি নদীতে (খাল) মাটির বস্তা ফেলে বাঁধ দেওয়ার কাজ আটকে দিয়ে নেটপাটায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল কাদাকাটি হাজীরহাট ব্রীজের কাছে নদীতে (খালে) এ প্রতিবাদমুখর কার্যক্রম পরিচালিত হয়।
কুল্যা ও কাদকাটি ইউনিয়নের অনেকগুলো বিল ও গ্রামের পানি হাজীরহাট ব্রীজ হয়ে গাবতলা স্লুইস গেট দিয়ে বেতনা নদীতে গিয়ে পড়ে। ব্রীজের মুখে নেটপাটা বসিয়ে পয়ঃ নিস্কাশনে বাধা সৃষ্টি করে আসছিল গাবতলা গ্রামের অর্জুন কুমার দাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী তালা ও সদর উপজেলা থেকে নেমে আসা পানির চাপে কাদাকাটি, কুল্যা ইউনিয়ন ভেসে গেছে। মানুষের চরম দুর্গতির মধ্যেও চক্রটি শুক্রবার মাগরিবের নামাজের পর ট্রাকে করে বস্তাভর্তি মাটি নিয়ে আসে ব্রীজের কাছে। সন্ধ্যা বাড়ার সাথে সাথে মাটির বস্তা ব্রীজের কাছে ফেলে নদীর পানি সরবরাহ পথ অনেকটা আটকে দিয়ে নেটপাটা দিয়ে তাদের অপকর্ম পাকাপোক্ত করতে শুরু করে। এসময় পাশের লোকজন দেখতে পেয়ে আটকাতে গেলে মানা হয়নি। খবর পেয়ে গ্রামের শত শত মানুষ প্রতিবাদ মুখর হয়ে কোদাল, ঝুড়ি যে যা পেরেছে সাথে নিয়ে নদীতে ঝাপিয়ে পড়ে কাজ বন্ধ করে দেয় এবং খালের নেট পাটা তছনছ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মানুষ ব্রীজের কাছ থেকে আবুল সানার বাড়ি পর্যন্ত দীর্ঘ এলাকার নেটপাটা অবমুক্ত করে ফেলে। এলাকাবাসীর তড়িৎ প্রতিরোধে নদীর পানি নিস্কাশনের পথ সচল হয়েগেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article