আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজের প্রয়াত প্রভাষক মিজানুর রহমানের স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন শোক প্রস্তাব উত্থাপন করলে সর্ব সম্মত ভাবে প্রস্তাবটি গ্রহন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রভাষক আঃ মালেক, প্রভাষক ছহিল উদ্দীনউদ্দীন, প্রভাষক জাকির হোসেন আলোচনে রাখেন মরহুমের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষের মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, প্রভাষক রেজাউল করিম।