আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) সভা ত্রিমাসিক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস জার্মানির অর্থায়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন (DRR & CCA) প্রকল্পের সহায়তায় ত্রি-মাসিক সভার আয়োজন করে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস কৃষ্ণা রায়। এছাড়াও সদস্য সচিব মো. আমিরুল ইসলাম (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, ইউপি প্যনেল চেয়ারম্যান, সচিব, সিপিপি, সুশীল সমাজ, অন্যান্য কমিটির সদস্য এবং আঞ্চলিক কার্যালয়ের মো. ইব্রাহিম হোসেন (মিল সমন্বয়কারী) উপস্থিত ছিলেন। চেয়ারপারসনের বক্তব্যের মাধ্যমে আলোচনাটি আরো প্রানবন্ত হয়ে ওঠে। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাসে সম্প্রদায়ের অধিক ঝুকি পূর্ন জনসমাজকে আরো বেশি সচেতন করার জন্য আগামী ১৩ অক্টোবর ২০২৫ জাতীয় দুর্যোগ দিবস পালন করার প্রস্থাবনা প্রকাশ করেন, যার মাধ্যমে আমরা ঝুঁকি হ্রাসে সম্প্রদায়ের জন্য আরো বেশি কাজ করার সুযোগ পাব। কারণ এই মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি সম্পর্কে, পিআইও আবারও সংশ্লিষ্ট সকল সদস্যকে টুউগঈ—এর ভূমিকা ও দায়িত্ব জোরদার করার এবং প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের ভাঙা বাঁধের জন্য বিশেষ মনোযোগ দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। মোট ৩৫ জন (পুরুষ ৩১ এবং মহিলা ০৪) অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।