Friday, November 28, 2025

অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৬ জন আটক

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দালালসহ ৩৬ জন বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার ১৮ জন ও আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার ১৬ জন এবং একজন দালালকে আটক করা হয়।

বিজিবির দেওয়া দেওয়া প্রস বিজ্ঞপ্তিতে জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বাংলাদেশী নাগরিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সিদ্ধান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে। এসময় বিজিবির টহল দল বিশেষ অভিযানে মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে নারী-১২ জন, পুরুষ-১৫ জন এবং ৮ জন শিশুকে আটক করে। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১লা নভেম্বর থেকে এপর্যন্ত সর্বমোট ১১৪ জনকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article