Terms & Conditions (শর্তাবলী)
Dakshin Bangla ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ুন। আমাদের সাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি এই শর্তগুলো মেনে নিয়েছেন।
1. কনটেন্টের মালিকানা
-
Dakshin Bangla-তে প্রকাশিত সমস্ত সংবাদ, ছবি, ভিডিও এবং লেখা আমাদের নিজস্ব অথবা অনুমোদিত উৎস থেকে সংগৃহীত।
-
পূর্ব অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
2. ব্যবহারকারীর দায়িত্ব
-
ওয়েবসাইট ব্যবহার করার সময় কোনো ধরনের অবৈধ, মানহানিকর বা ক্ষতিকর মন্তব্য/তথ্য প্রচার করবেন না।
-
ওয়েবসাইটে দেয়া তথ্য ব্যবহার করার ঝুঁকি সম্পূর্ণ আপনার নিজের।
3. তথ্যের সঠিকতা
-
আমরা নির্ভুল ও বিশ্বস্ত তথ্য প্রদানের চেষ্টা করি। তবে কোনো সংবাদ বা তথ্যের শতভাগ নির্ভুলতা গ্যারান্টি করা সম্ভব নয়।
-
আমাদের প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে কোনো আর্থিক, ব্যবসায়িক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিলে তার দায়ভার আপনার।
4. তৃতীয় পক্ষের লিংক
-
ওয়েবসাইটে বাহ্যিক লিংক থাকতে পারে। এসব ওয়েবসাইটের কনটেন্ট বা নীতিমালার জন্য Dakshin Bangla দায়ী নয়।
5. নীতিমালার পরিবর্তন
-
সময়ের সাথে সাথে আমরা এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।