Friday, November 28, 2025

দেবহাটায় তারুণ্যের উৎসবে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় তারুণ্যের উৎসবে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার তারুন্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে দেবহাটা উপজেলা প্রশাসন। দেবহাটা ফুটবল মাঠে খেলাটি শুরু হয় ১৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখে। উপজেলার ৫ ইউনিয়ন ও উপজেলা পরিষদের সমন্বয়ে গঠিত ক্রিকেট টুর্ণামেন্টে ৬ টি দল অংশ গ্রহন করে। বুধবার উক্ত খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার সর্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন এবং সার্বিক তত্বাবধানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা। উক্ত ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করে নওয়াপাড়া ইউনিয়ন এবং অন্যদিকে অংশগ্রহণ করে পারুলিয়া ইউনিয়ন পরিষদ। তাদের ভিতর নওয়াপাড়া ইউনিয়ন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলাটি ১৪ ওভারে সীমাবদ্ধ ছিল। ব্যাট শেষে পারুলিয়া ইউনিয়নকে ১৮৯ রানের তার্গেট দেয় নওয়াপাড়া ইউনিয়নকে। পারুলিয়া ইউনিয়ন ১৩ তম ওভারে ১৮৯ রান সম্পন্ন করে বিজয়ী হয়। খেলা চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী পারভীন সকলের সাথে সালাম বিনিময় করেন। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহরীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা আইসিটি কর্মকর্তা কর্মকর্তা ইমরান হোসেন আইসিটি অফিসার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য আমিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সহ-সংগঠক রায়হান কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেবহাটা উপজেলার প্রধান ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সদস্য রত্না পারভীন, নাহিদ হোসেন, ইমরান হোসেন,দেবহাটা উপজেলার রনি ইসলামসহ আরো অনেক সাধারণ শিক্ষার্থীরা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article