Friday, November 28, 2025

কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রফেসর এম এ হান্নানের নামে নামকরণকৃত ডরমেটরী ভবন এবং নির্মানাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বিআইটি, খুলনা এর প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান। এসময় তাঁর সঙ্গে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রফেসর এম এ হান্নান কুয়েটের বর্তমান সার্বিক পরিস্থিতি, সেশন জট মুক্ত শিক্ষাক্রম, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস ইত্যাদি দেখে বর্তমান প্রশাসনের প্রসংসা করেন। তিনি বলেন বর্তমান প্রশাসন কুয়েটকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অত্যন্ত সন্তোজনক। এসময় কুয়েট পরিদর্শনের জন্য মাননীয় ভাইস-চ্যান্সেরর মহোদয় প্রফেসর ড. এম. এ হান্নানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর কর্ম মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা স্মরণ করেন। উল্লেখ্য, প্রফেসর এম এ হান্নান ১৯৮৫ সালে তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে উক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাতে রূপান্তরিত হলে তিনি প্রথম ডাইরেক্টর হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১২ (বার) বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসেবে ০৩ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০১-২০০২ মেয়াদে আইইবি এর সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর হিসেবে ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন এবং উপদেস্টা হিসেবে আর ০৩ বছর দায়িত্ব পালন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article