Friday, November 28, 2025

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে-মাও. আ. কালাম আজাদ

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে দেশের সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে, এমনকি ভবিষ্যতেও করা হবে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষকদের সঠিক ভাবে কাজ করার আহবান জানান। শিক্ষার মান উন্নয়নে ও সার্বিক কার্যক্রম সম্বন্ধে খোঁজ খবর নিতে পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। আজ ১৯ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজন ও দায়িত্বশীলদের সাথে নিয়ে উপজেলার সোলাদানা ইউনিয়নের সরদার আবু হোসেন কলেজ, লস্কর ইউনিয়নের কুড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি মাওঃ নূরে আলম সিদ্দিকী, সোলাদানা ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ আব্দুল হালিম, সেক্রেটারী মোঃ আজিবর রহমান, হাফেজ সোহাগ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article