Friday, November 28, 2025

পাইকগাছায় পোনা ব্যাবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নের হাড়িয়া ব্রিজের উপর থেকে এক পোনা ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহতকে এলাকাবাসি উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় এজার দাখিল হয়েছে।
অভিযোগে সুত্রে জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের সবুজ মৎস্য খামারে ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বিকেলে বাগদা পোনা বিক্রি করে ফিরছিলেন সোলাদানা ইউনিয়নের বয়রঝাপা গ্রামের খোকন খাঁর ছেলে ইউনুছ খাঁ (৩৫)। পথিমধ্যে হাড়িয়া ব্রিজের উপর আসলে ছিনতাইকারীরা ইউনুছের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় ইউনুছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আহত ইউনুছের মাথায় সেলাই দেয়া হয়েছে। এদিকে তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যানের জন্য প্রেরন করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article