আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ইলেক্ট্রিশিয়ান ও ইলেক্ট্রিক দ্রব্য ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বিকালে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবে এ মিলন মেলার আয়োজন করা হয়।
সুমি ইলেক্ট্রিকসের স্বত্ত্বাধিকারী মোঃ শাহীন হোসেনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বুধহাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সহীদুল ইসলাম সহীদ। ইলেক্ট্রিশিয়ান ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন। বিশেষ অতিথি ছিলেন, মোঃ সোলেমান। অনুষ্ঠানে ইলেক্ট্রিশিয়ান আঃ রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, আঃ আলিম, আঃ রশিদ, হাবিবুল্লাহ, হানিফ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইলেক্ট্রিশিয়ানদের মাঝে বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিতরণ করা হয়।