আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
ডাঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সমাজ সেবক হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ডাঃ রাশিদুজ্জামানকে সভাপতি, বিল্লাল হোসেন ও মোঃ মোনয়েম হোসেনকে সহ-সভাপতি, সাকিল আহম্মেদ সাধারন সম্পাদক, আকতারুজ্জামান সোহেল ও সাইদুল্লাহ সহ-সম্পাদক, আজিজুল ইসলাম বাবু বাইতুলমাল সম্পাদক ও মফিজুল ইসলামকে সহ বাইতুলমাল সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়।