Tuesday, August 26, 2025

পাইকগাছায় বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বে পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও আইনজীবি সমিতির সভাপতি এড. আব্দুর সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, এড. সাইফুদ্দিন সুমন, মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম, প্রনাব কান্তি মন্ডল, আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, আবু মুছা, মেসের আলী সানা, মাস্টার মুজিবর রহমান, আবুল কাশেম সরদার, সায়েদ আহমেদ, আনারুল গাজী, এসএম মোহর আলী, প্রভাষক মনিরুল ইসলাম, হাফেজ আবু মুসা বি এম আকিজ, আজহারুল ইসলাম, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, মারুফুল হক প্রিন্স, শামসুজ্জামান, শহিদুর রহমান শহিদ, আরিফুল ইসলাম, জামিনুর রহমান রানা, কামাল হোসেন, সাইদ আলী, নাজমুল হুদা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামাদের আহ্বায়ক হাফেজ আবু মুছা। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article