Friday, November 28, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক এক কর্মশালা ০১ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার দুপুর ২টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক এগিয়ে। শিক্ষা ও গবেষণার মান ক্রমাগতভাবে বাড়ছে। এখানকার শিক্ষকরা গবেষক হিসেবে সুপরিচিত। তাঁদের যোগ্যতা ও দক্ষতা সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন আইডিয়া ডেভেলপ করার মাধ্যমে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে হিট থেকে শিক্ষকদের প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে তার বিস্তারিত ধারণা প্রদান করা। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে এবার সর্বোচ্চ সংখ্যক প্রজেক্ট পাবে। যার মাধ্যমে গবেষক হিসেবে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং ডিসিপ্লিনগুলোর উন্নতি হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘প্রোপোজাল ইভ্যালুয়েশন ইন্ডিকেটর্স, মার্কেটিং এন্ড মাইলস্টোন’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট উইং ম্যানেজার প্রফেসর ড. মো. মোজাহার আলী। তিনি ‘হিট এন্ড এটিএফ সাব-প্রজেক্ট’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এছাড়াও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. ইফতেখার শামস ‘ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article