Friday, November 28, 2025

এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন খুলনার বিভাগীয় কমিশনার

Must read

 

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার ২৬ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নির্জন প্রান্তিকা আবাসিক এলাকার আশরাফুল উলুম খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও দুস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে বিভাগীয় কমিশনার বলেন, এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। একাজে বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। নগরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। সরকার যে শীতবস্ত্র দিচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে।
শীতবস্ত্র বিতরণে বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ফাতেমা আকতার মুনমুন অংশ নেন। এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় একশত জন এতিম ও দুস্থ-অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article