Friday, November 28, 2025

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের দুই প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু- উপাচার্যের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন

Must read

 

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ’৯৭ ব্যাচের শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ’০৩ ব্যাচের শিক্ষার্থী ড. সাবরিনা আহমেদ পাপড়ি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
আজ ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তাদের দুই সন্তান সমুদ্রের পানিতে ডুবে যেতে শুরু করলে ড. স্বপন ও ড. পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তাঁরা নিজেরা পানিতে তলিয়ে যান। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ড. শহিদুল হাসান স্বপন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ইউআরপি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘ইউআরপি ডিসিপ্লিনের দুই কৃতী শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ি। সন্তানদের বাঁচাতে গিয়ে তাঁদের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article