আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল ১০টা উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও যোবায়েরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি মাওঃ আনারুল হক। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য সদর ইউনিয়ন ওলামা বিভাগে মাওঃ যোবায়েরুল ইসলামকে সভাপতি ও মাওঃ হাফেজ আশিকুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। এছাড়া মাওঃ কামরুল ইসলামকে সহ-সভাপতি, মাওঃ জয়নাল আবেদীন প্রচার সম্পাদক, মাওঃ হাফেজ কামরুল ইসলাম বাইতুলমাল সম্পাদক, মাওঃ ওলিউল্লাহ সহঃ সেক্রেটারি, হাফেজ মারুফ বিল্লাহ, হাফেজ আসাদুল, শফিকুল ইসলাম, হাফেজ আব্দুল করিমকে সদস্য করে ১০ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
