Friday, November 28, 2025

জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সাতক্ষীরার আসাদ, অর্থ সম্পাদক নূর আলম

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন সাতক্ষীরার সন্তান দৈনিক আমাদের বার্তা’র আসাদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের নূর আলম।

আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রোজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক সমকালের ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোস্টের মাহতাব লিমন।

এ ছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের সাজেদুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন ও দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত বৃহস্পতিবার ইমরান হোসাইনকে সভাপতি, মাহতাব লিমনকে সাধারণ সম্পাদক, সাজেদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক, নূর আলম অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন সাকেরুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দ্য নিউ এইজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সোলাইমান সালমান। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা ও দৈনিক ভোরের দর্পনের বার্তা সম্পাদক জবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি যুবাঈর হুসাইন সামী।

এদিন নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন নবিনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় উপাচার্য ড. মো. রেজাউল করিম নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সেই সাথে আরো বেশি দায়িত্বশীলতার সাথে ক্যাম্পাসকে এগিয়ে নিবে সেই প্রত্যাশা।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক আনোয়ারুস সালাম সহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মো. মামুন শেখ ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article