Friday, November 28, 2025

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার সুশীলগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরন করেন। আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল ১০ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন দেবহাটা থানার এসআই গিয়াসউদ্দিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। এসময় বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ যোহর জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article