Friday, November 28, 2025

খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাবের উদ্যোগে ‘ইনভেন্টাম ৩.০’ উপলক্ষ্যে ‘ন্যাচার ইন ক্রাইসিস: আন্ডারস্ট্যান্ডিং ফ্লাডস্ এন্ড ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার ০৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার অনুষ্ঠিত হয়। দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, গবেষণা হতে হবে সবসময় ইমপ্যাক্ট বেজড ও জনকল্যাণমূলক। যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তারা বুঝতে পারে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমাজে কি প্রভাব রাখছে। ফলে সমাজের মানুষের কাছে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রহণযোগ্যতা তৈরি হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের পেছনে ছুটতে হবে। অনেক প্রতিবন্ধকতা আসবে, তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এ ধরনের সেমিনার/কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে। যাতে পরবর্তী জীবনে একাডেমিক শিক্ষার পাশাপাশি অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাবের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে। বর্তমানে চাকরির বাজার সঙ্কুচিত। তাই শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হলে অন্যের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি এ ধরনের একটি সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট ক্লাবের সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং আগামীতেও সময়োপযোগী ও বাস্তবধর্মী সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে উপাচার্য ‘ইনভেন্টাম ৩.০’ উপলক্ষ্যে অনুষ্ঠিত আর্টিকেল রাইটিং (বাংলা ও ইংরেজি) এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করেন।
কিনোট স্পিকার হিসেবে সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশদ আলোচনা করেন ক্লাবের উপদেষ্টা ও সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম। ক্লাবের সভাপতি গৌরব কুমার পালের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। স্বাগত বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জেরিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভদীপ গোলদার ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী অনিন্দিতা বিশ্বাস। এ সময় ক্লাবের সদস্য ও সেমিনারে অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article