Tuesday, August 5, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
নতুন একাডেমিক ভবনে যে সকল ডিসিপ্লিন স্থানান্তর হবে তারা যেন তাদের চাহিদা মোতাবেক জায়গা পায় এবং তাদের একাডেমিক কার্যক্রম স্বচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি উপ-উপাচার্য নির্দেশনা প্রদান করেন। সভায় জানানো হয়, ৪র্থ একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ডিসিপ্লিনের বরাদ্দ প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এবং আরও বেশ কিছু ডিসিপ্লিনের বরাদ্দের চাহিদাপত্র পর্যালোচনার কাজ চলমান রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article