Monday, August 4, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও ফৌজিয়া হামিদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও প্রফেসর ড. ফৌজিয়া হামিদ এর কর্মজীবন সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ ০২ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার বিকেল ৩টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও প্রফেসর ড. ফৌজিয়া হামিদ দু’জনই ছিলেন অত্যন্ত সহজ-সরল ও স্পষ্টভাষী। শুদ্ধাচারী ব্যক্তির উদাহরণ দিতে গেলে আমরা যা জানি তার সবগুলোই তাঁরা অর্জন করেছেন। কর্মজীবনে তাঁরা সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, শিক্ষক হিসেবে তাঁরা অত্যন্ত সফল এবং গবেষক হিসেবে প্রাজ্ঞ ছিলেন। তাঁদের শিক্ষকতার মান এবং গবেষণার বিষয় তরুণ শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও ফৌজিয়া হামিদ দু’জনেই আদর্শ শিক্ষক। শিক্ষকদের কখনো ছুটি হয় না। শিক্ষকতার অবসরে তাঁরা পড়াশোনা ও বিভিন্ন গবেষণাকর্ম করেন। অবসর জীবনে আমি তাঁদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।
এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, প্রাক্তন শিক্ষার্থী হাওলাদার মেহেদী হাসান, ২০ ব্যাচের শিক্ষার্থী রাফিনা কামরুল এবং ২১ ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী রাইসুল ইসলাম সৌরভ ও মেহেরুন্নেসা পায়েল।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও ফৌজিয়া হামিদকে সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article