Thursday, August 7, 2025

দেবহাটায় পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২জন আটক

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেলও আটক করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সূত্র জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সজীব খাঁন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলির নেতৃত্বে এসআই (নিঃ) রিয়াজুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ  আজ ০১ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল অনুমান ০৭ টা ৪৫ মিনিটের সময় দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেবহাটা থানার দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারী গাজীর ছেলে আল আমিন (২৫)কে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং- ০১, তাং-০১/১২/২০২৪ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মাদক আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করছে। পুলিশ সর্বদা মাদক নির্মূলে সজাগ আর এধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article