Friday, November 28, 2025

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে আজ ১৪ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সাদেকুজ্জামান, ইলিয়াাস হোসেন, বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, স্মিতা মন্ডল, মানিক ভদ্র, দেলোয়াপর হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। একই সাথে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article