Friday, November 28, 2025

সাতক্ষীরা শহরে জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিতিত সম্পূর্ণ বেসরকারি ভাবে গড়ে উঠা মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জান্নাতুল কুরআন মাদ্রাসার চোয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ইসলামিক ফান্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন, মাওলানা নূরুল আফসার, আব্দুর রশিদ। কোআরডিনেটর জিয়াউরুল ইসলামের পরিচালনায় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক আলমগীর জুলফিকার আলী হায়দার, প্রধান শিক্ষক, হাবিবুর রহমান, অ্যাকাডেমিক ডিরেক্টর মিজানুর রহমান আজমী, মার্কেটিং ডিরেক্টর জাহেদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে বালক বালিকা শাখার পাশাপাশি, নূরানী, নাযেরা, হিফজসহ প্লে থেকে দাখিল পর্যন্ত পড়া লেখার ব্যবস্থা আছে।
ছবির ক্যাপশানঃ জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে গতকঅল অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ বক্তব্য রাখছেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article