আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে যুব প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস’র অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সহযোগিতায় এবং আইডিয়াল’র বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সভায় সভাপতিত্ব করেন, আইডিয়াল’র পরিচালক ডাঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস, এম এনামুল ইসলাম।
উপজেলার বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, উপজেলার বিভিন্ন দপ্তর, মাইক্রো ফাইন্যান্স সংস্থা এবং স্থানীয় কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর ইসলাম, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, এতিমদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তারিকুল ইসলাম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাস প্রমূখ। পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থিত সকলকে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং চলমান প্রকল্পে বিভিন্ন বিষয়ে দাবী উত্থাপন করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত কুমার বাছাড়।
সভায় অংশ গ্রহন করেন, আশাশুনি উপজেলায় কর্মরত মাইক্রো ফাইন্যান্স সংস্থা এবং স্থানীয় কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ ইএসডিও, বারসিক, উত্তরণ, রূপান্তর, মৌমাছি, লিডার্স, উন্নয়ন প্রচেষ্টা ও এনজিএফ সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভাশেষে প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে ১৫ জন যুব প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যদের হাতে মাথাপিছু ১৫ হাজার টাকা হারে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চাইল্ড এম্পাওয়ামেন্ট প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে গঠিত স্ব-সহায়ক দল ও সদস্যদের উন্নয়নের লক্ষে ৩ দলকে ৮০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
