আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বিজনেস ম্যানেজমেন্ট স্কিল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কৃষি বিপণন অধিদপ্তর “স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভলেস প্রজেক্ট (এসএসিপি) (বিপণন অংগ) (২য় সংশোধিত) এর উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে এক ব্যাচে ২৫ জন কৃষক-কৃষানি অংশ নেন। অনুষ্ঠানে উচ্চ মূল্যের ফল ও সবজি বাজারজাত করণের বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী কৃষি বিপণন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বেল্লাল হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ও প্রশিক্ষণ প্রদান করেন।