আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে স্বপদে বহাল ও সভাপতি আব্দুল লতিফকে পদ থেকে অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড।
বোর্ডের নির্দেশক্রমে প্রধান শিক্ষক আব্দুল হাকিম আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার স্কুলের সকল কার্যক্রম পুনরায় পরিচালনা শুরু করেন। যশোর শিক্ষা বোর্ডের ৩০/০৬/২৪ তারিখের এক পরিপত্রে বলা হয়েছে, প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে বিদ্যালয় এর সভাপতি কর্তৃক ১৭/১০/২৩ তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত নিয়ম বহির্ভূত সিদ্ধান্তের বিরুদ্ধে যশোর শিক্ষা বোর্ডে আব্দুল হাকিম পুনরায় বহালের জন্য আবেদন করেন। আবেদনটি মঞ্জুর করে কালীগঞ্জ শিক্ষা অফিসার বরাবর নিরপেক্ষ তদন্ত স্বার্থে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়লকে অব্যহতি প্রদান ও প্রধান শিক্ষককে স্বপদে বহাল থেকে স্কুলের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আদেশ হয়।
উল্লেখ্য গত ১৭/১০/২৩ তারিখ হতে অদ্যবধি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবুল খায়ের দায়িত্ব পালন করেছেন।