Sunday, October 19, 2025

কুয়েট শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

Must read

 

মিহির, শিল্পাঞ্চল (খুলনা) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্বতা প্রকাশ করে আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষকগণ। কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ড. আলমগীর হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, একই বেতন স্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানেরমূল চেতনার সাথে সাংঘর্ষিক। এরমাধ্যমে একটিরাষ্ট্র একই শ্রেণীর কর্মচারীর একটি নির্দিষ্ট অংশকে সুবিধাবঞ্চিত করবে। একই বেতন স্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ননীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। শিক্ষক নেতৃবৃন্দ প্রত্যয়স্কিম বাতিল করারজন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাথে সাথে অবিলম্বে সর্বজনীন পেনশনস্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভূক্তি প্রত্যাহারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রনয়ণ ও সুপার গ্রেড প্রদানের দাবি জানান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব নিধারিত কর্মসূচি অনুয়ায়ী ২ ও ৩ জুলাই সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article