তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবুল হাসান মুসল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় ভাচুয়ালী প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় এসএম উবায়দুল্লাহ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আলীগ সভাপতি ও তেরখাদা ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, উপজেলা আলীগ সেক্রেটারী ও বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেমদ, কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মহাসিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলাম, বদরুল আললম বাদশশা, মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন, অরবিন্দ প্রসাদ সাহা, শেখ রাজা মিয়া, মাও. মাহাবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, মোল্যা সেলিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলাবাসী। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও ৫ম উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়ের বিদায়ী সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রথম কর্ম দিবসে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এইচ এম আবুল হাসান তেরখাদার কাটেংগা বাজারে থানার গেটের সামনে জলাবদ্ধ, কর্দমাক্ত, খাদে ভরা বেহাল দশার প্রধান সড়কটি নিজ অর্থায়নে সংস্কার করেন। সড়কটি ইট বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই কাজ শেষ হয়েছে। রাস্তাটি সংস্কার করায় উপজেলাবাসী আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।