Friday, November 28, 2025

ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে তুরস্ক ও জার্মানি যাচ্ছেন খুবির ৪ শিক্ষক

Must read

 

ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামের অংশ নিতে তুরস্ক ও জার্মানিতে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। এর মধ্যে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্লাস কেএ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইরাসমাস প্লাস স্টাফ ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইআরও স্টাফ ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান এবং স্টাফ টিচিং কাটাগরিতে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা তুরস্কে যাচ্ছেন।
এছাড়া জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ইরাসমাস প্লাস কেএ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ও জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে এমওইউ রয়েছে, উক্ত এমওইউ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তুরস্ক ও জার্মানি যাচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে যাওয়া ৪ শিক্ষক। এ সময় তারা প্রোগ্রামের বিশদ বিষয় উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য তাদের এই সফরের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরও বেশি সমৃদ্ধ হবেন এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়াও আগামীতে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের পরিসর আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article