Friday, November 28, 2025

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ জুন ২০২৪ রোজ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিট বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদেরর সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার আশরাফ হোসেন। সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন প্রকল্প অংশীদারদের মাঝে ১০০ কদবেল ও আম রূপালী চারা বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article