আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকুতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এএসআই মোঃ কবির হোসেন, এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে আশাশুনি থানা মামলা নং- ০৩(০৬)২০২৪ এর আসামী বালিয়াখালী গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম গাজীকে, সিআর পরোয়ানা-২১/২৪ এর আসামী গুনাকরকাটি গ্রামের আঃ খালেক সরদারের ছেলে গোলাম রব্বানীকে এবং সিআর পরোয়ানা-২৮৫/২৩ এর আসামী গোয়ালকাটি গ্রামের মৃত তমেজ উদ্দীন গাজীর ছেলে মফিজুল ইসলামকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।
