Thursday, August 7, 2025

কুয়েটে অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এর যৌথ আয়োজনে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এর যৌথ আয়োজনে আজ ০৪ জুন ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সর্বজনীন পেনশন বিধিমালা, ২০২৩ এর প্রজ্ঞাপনে পাবলিক বিশবিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধন করেন এবং মানববন্ধন পরবর্তী মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূইয়া, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ পি.ইঞ্জ. প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন জুয়েল। এসময় কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. হেলাল আন নাহিয়ান। এছাড়া, মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মাহমুদুল হাসান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশন বিধিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানায় প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করার জন্য। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article