Friday, November 28, 2025

সাতক্ষীরা শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম শেখ (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ২৩ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের হায়বাতপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি দাদপুর গ্রামের মোহাম্মাদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী মশিয়ার রহমান জানান, ভাড়ায় যাত্রী নিয়ে শ্যামনগর উপজেলার ভেটখালী যাওয়ার সময় বিপরীত দিক থেকে বালু ভর্তি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক গুরতর আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকির হোসেন মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাইভার আকরাম হোসেনসহ বালু ভর্তি ডাম্পারটিকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article