Friday, November 28, 2025

ডুমুরিয়ার শিবনগরে জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান, ছিল লাখো জনতার ঢল

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার শিবনগর ব্রীজ সংলগ্ন মাঠে হাজারো দর্শক মাতিয়ে গেলেন বরেণ্য কন্ঠশিল্পী মনির খান। ০৩ নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে কাত্যয়নী পূজা কমিটি আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তার আগমন ঘটেছিল।
আয়োজক কমিটি সুত্রে জানা গেছে, উপজেলার শিবনগর ব্রীজ সংলগ্ন মাঠে চলছে কাত্যায়নী পূজা। ৫দিন ব্যাপি এ পূজা অনুষ্ঠান শুরু হয় গত ৩০ অক্টোবর। মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপিতেত্ব এবং বিশিষ্ঠ ব্যবসায়ী দিলিপ মন্ডলের পরিচালনায় পুজা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় আনন্দ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারমধ্যে উল্লেখ যোগ্য হল গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। এছাড়াও প্রতি রাতের জন্য ছিল যাত্রাপালা ও সাংস্কৃৃতিক সন্ধ্যা। যা উপভোগে প্রদিদিনই ছিল ব্যাপক জনতার উপস্থিতি। তবে ০৩ নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে ছিল জন-জোয়ার। বরেণ্য কন্ঠশিল্পী মনির খানের আগমন ঘটেছিল সেখানে। রাত সাড়ে ১১টার দিকে মঞ্চে উঠেছিলেন তিনি। এরমধ্যে লখো ভক্ত জড়ো হয়েছিল অনুষ্ঠানে। জনপ্রিয় গান অঞ্জনা রে, তুই বুঝি আর দুঃখ দেয়ার মানুষ পেলি না, খড়কুটোর এক পাখির বাসা, ভালোবেসে অনেকেই দেবদাস হয়ে যায়, এমনি করে পর পর ১২টি গান গেয়ে দর্শক মাতান তিনি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি পূজা অনুষ্ঠানে যান এবং উপস্থিতিদের উদ্দেশ্যে বক্তৃব্য দেন। ইউপি চেয়ারম্যান বিমণ কৃষ্ণ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, সরদার আবু সাইদ, ছাত্রলীগের খান আবুল বাশার প্রমুখ। এ সময় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক সুকৃতি মন্ডল,ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় বৈরাগী, লাভলী রানী রায়, উদয় মল্লিক, অনিমেষ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, চিত্তরঞ্জন সানা প্রমুখ। মনোজ্ঞ এই অনুষ্ঠানটি রাত ২টার পরে শেষ হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article