সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখা নেতৃবৃন্দ।
০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালীণ সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালীণ সময়ে খুলনা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মাহবুবুর রহমান এবং সংগঠনের বিভিন্ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, আমারা মুক্তিযুদ্ধের আদর্শের সোনার বাংলা দেখতে চাই। আমাদের প্রত্যেককে তার অবস্থান থেকে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি”।
