Friday, November 28, 2025

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ২য় সেমিফাইনালে বল্লী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে আগরদাঁড়ী ফাইনালে

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর ২০২২ রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, লাবসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর হাবিবুর রহমান বিটু, ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় আগরদাঁড়ী বনাম বল্লী। খেলায় আগরদাঁড়ী ১টি গোল করে। ফলে ১-০ গোলে বল্লী ইউনিয়নকে হারিয়ে আগরদাঁড়ী ইউনিয়ন দল জয়লাভ করে এবং ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আবু অহিদ বাবলু, একে আজাদ কাঁনন ও ইকবাল কবির খান বাপ্পি। আজ ১৩ অক্টোবর ২০২২ রোজ বৃহস্পতিবার দুপুর ২টার আগেই সাতক্ষীরা স্টেডিয়াম দর্শকে গ্যালারী কানায় কানায় ভরে যায়। সাতক্ষীরার ইতিহাসে স্টেডিয়ামে এত বেশি ফুটবল প্রেমী দর্শক কখনও দেখা যায়নি। সকল গ্যালারী দর্শক পরিপূর্ণ হয়ে গেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠের ভিতরেও গিয়ে দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় অংশ নেবে ভোমরা বনাম আগরদাঁড়ী। কমিটির সিদ্ধার্ন্ত মোতাবেক পরবর্তীতে ফাইনাল খেলার সময় ও তারিখ জানানো হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article