এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শ্রীধরপুরে খাল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ০৯ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধেপুয়ার খালের পানিতে শপিং ব্যাগের ভেতর থাকা টোপলা জাতীয় কিছু ভাসতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে এসআই হাবিব ঘটনাস্থলে পৌছে মরদেহটি খাল থেকে উদ্ধার করেন। স্থানীয়দের ধারনা গর্ভবর্তী মা বিশেষ কিছু খেয়ে অকালে শিশুটিতে হত্যার পর অথবা কোন ক্লিনিকে সন্তান নষ্টের পর এখানে ফেলে দেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলম পিপিএম জানান, খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে কোন সন্ধান না পাওয়া দাফনের জন্য স্থানীয় মেম্বরের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
