Friday, November 28, 2025

আশাশুনির বুধহাটায় মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার বুধহাটায় এলাকার তৌহিদী জনতার ব্যানারে বাদ আছর বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও মেইন সড়ক হয়ে কুল্যার মোড় ঘুরে বুধহাটা বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বুধহাটা বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, মাওঃ মুজাহিদুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন, হাফেজ আছাফুর রহমান। এসময় বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আলেম সমাজ, বিভিন্ন শ্রমজীবি মানুষ সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বক্তাগণ বলেন, ভারতের ক্ষমতাশীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা নামে এক কুলাঙ্গার মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তার ধৃষ্টতাপূর্ণ, চরম হিংসাত্মক ও পবিত্র ইসলাম ধর্মের শেষ নবী ও বিশ্বজাহানের রহমতের কান্ডারীকে বক্তব্য মুসলিম বিশ্বকে ফুসিয়ে তুলেছে। অবিলম্বে তাকে গ্রেফতার ও ফাঁসি কাষ্টে ঝুলিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে ভারত সরকারের কাছে জোর দাবী জানান হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article