রুপসা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী যাতে সঠিক সেবা পেতে পারেন সেজন্য পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিকমানের চিকিৎসা সরঞ্জমাদির ব্যবস্থা করা হবে মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, ওষুধ ব্যবসায়ীরা যাতে বিনা টোলে ওষুধের কার্টুন নিযে রূপসা ঘাট দিয়ে যাওয়া আসা করতে পারেন এ ব্যাপারে গুরুত্বসহকারে দেখা হবে।
আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রূপসা উপজেলা শাখা আয়োজিত পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।
এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম-আহবায়ক মুন্না সরদার, সাইফুল ইসলাম রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মোঃ বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আঃ হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা নেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, বিএনপি নেতা ইবাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন প্রমুখ।
