আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজার ও চর জামে মসজিদের সভাপতি, সমাজ সেবক লুৎফর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকাল ৪.৩০ টায় তেঁতুলিয়া চর জামে মসজিদ চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ভাইপো মাওঃ আলাউল ইসলাম। জানাযা নামাজ পূর্ব বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সমাজ সেবক ইমাম উদ্দীন, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, তুহিন উল্লাহ তুহিন, মেম্বার জহির উদ্দিন, কাদাকটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক, সহ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, বড়দল ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াজেদ, সাবেক মেম্বর রুহুল আমিন, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু প্রমুখ। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
