সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকালে সখিপুর ইউনিয়নবাসীর আয়োজনে সখিপুর মোড়ে সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরার জনপদ আর অবহেলিত থাকবেনা। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। সকলের জন্য বাসযোগ্য একটি মডেল সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট চায়। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার ধরে রাখতে হবে। একটা দল ধর্মের দোহাই দিয়ে ভোটারদের সাথে প্রতারণা করছে। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। শেষ জামানায় দাজ্জালের মতো বেহেশত ও দোজখের কথা যারা শোনাচ্ছে তারা মোনাফেক ও প্রতারক। কেউ প্রতারিত হবেননা। এদের কে প্রতিহত করতে হবে। ধানের শীষের নির্বাচনী জনসভা ও পথসভার মানুষের জনস্রোত দেখে সাতক্ষীরা ২ আসনে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। মহান আল্লাহ সহায় হলে সাতক্ষীরা-২আসনে ধানের শীষ ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে। আমি এমপি হলে আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোখলেছুর রহমান, প্রমুখ।
সখিপুর ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল ৩টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সখিপুর মোড়ের নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এসময় সখিপুর মোড়ের বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। হাজার হাজার জনতার গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বকুল।
