Saturday, January 31, 2026

আশাশুনির কাদাকাটি, বড়দল ও খাজরায় এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীর ‘বল’ প্রতীকে ভোট প্রার্থনা করে এ নির্বাচনী গণসংযোগ ও পথ সভার আয়োজন করা হয়।
দিনের কার্যক্রমের শুরুতে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বাজারে গণসংযোগ করা হয়। পরে বড়দল ইউনিয়নের বুড়িয়া বাজার, বড়দল বাজার, বড়দল মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক, দঃ বলাবাড়িয়া রাজবংশী পাড়ায় গনসংযোগ করা হয়। পরে খাজরা রাউতাড়ায় সুপেয় পানির ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেন ডাঃ শহিদুল আলম। বিকাল ৩ টায় খাজরা বাজারে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। হযরত আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, গরীবের ডাক্তার খ্যাত ডাক্তার শহিদুল আলম। সভায় অন্যদের মধ্যে খায়রুল আহসান, জুলফিকর আলী জুলি, ইদ্রিস আলী, রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা করার লক্ষ্যে, ডাঃ শহিদুল আলম জনগনের সেবা করে গরীবের ডাক্তার হিসাবে সুপরিচিত। আমাদের দেখতে হবে আসনের অন্য প্রার্থীরা জনগণের জন্যে কি সেবা করেছেন, ভেবে চিন্তে দেখে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, শ্রীউলা ও প্রতাপনগরে ভাঙ্গন কবলিত মানুষের পাশে ডাঃ শহিদুল আলমের সহযোগিতা ছিল, কিন্তু অন্য প্রার্থীরা কি করেছেন সেটি ভেবে দেখতে তিনি অহবান জানান।
এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দেওয়া দরকার। সেবক হিসাবে যিনি কাজ করে এসেছেন, জনগনের সেবক হিসাবে যিনি কাজ করতে পারবেন তাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। আমি এলাকার স্থায়ী বেড়ী বাঁধ নির্মান, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নে যথা সাধ্য চেষ্টা করে যাব বলে তিনি ওয়াদা প্রকাশ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article