পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা আইনজীবী সমিতির বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালের এ বাজেট সভার আয়োজন করা হয়। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী কিশোরী মোহন মন্ডল, অজিত কুমার মন্ডল, পঙ্কজ কুমার ধর, শফিকুল ইসলাম কচি, আব্দুল মজিদ, বেলাল উদ্দিন, প্রশান্ত ঘোষ, পীযুষ কান্তি সরকার, সুকান্ত রায়, এফএম এ রাজ্জাক, চিত্ত রঞ্জন সরকার, মোজাফফর হাসান, অরুণ জ্যোতি মন্ডল, আব্দুল মালেক, বারিকুল ইসলাম, ইকরামুল হক বিশ্বাস, সাইফুদ্দীন সুমন ও শিকদার আবু হানিফ সহ আইনজীবী সমিতির সকল সদস্য বৃন্দ। সভায় সমিতির ২০২৬ সালের সম্ভাব্য বার্ষিক আয় ৫৫ লাখ টাকা এবং ২০২৫ সালের ৪১ লাখ ৯৭ হাজার ৯১৮ টাকা ব্যয় উপস্থাপন করা হয়।
