Tuesday, January 20, 2026

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন: চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে ইসিই ডিপার্টমেন্টকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। টুর্নামেন্টে বিজয়ীরা হলো চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রানার্স-আপ: ইসিই বিভাগ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: আইইএম বিভাগ, ম্যান অফ দ্য ফাইনাল মিজাইল (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), বেস্ট প্লেয়ার মোঃ আহাসান হাবিব আশিক (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), বেস্ট রাইজিং প্লেয়ার মোঃ ইমরুল হাসান (এমএসই বিভাগ), বেস্ট গোলকিপার ফাহিম ফয়সাল (এমএসই বিভাগ), টপ স্কোরার যৌথভাবে আহনাফ তাজওয়ার সাদী (সিএসই বিভাগ) এবং রবিউল ইসলাম (ইউআরপি বিভাগ)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এবং জনতা ব্যাংক পিএলসি-এর প্রতিনিধিরা। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই হিসেবে ছিল ‘শাহ্ সিমেন্ট’ ও ‘জনতা ব্যাংক পিএলসি’ এবং সার্বিক আয়োজনে ছিল কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article