আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকাল ১০ টায় জামালনগর চক্ষু হাসপাতাল চত্বরে এ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
আনিছ রেজিনা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জামালনগর, কেয়ারগাতী, ডুমুরপোতা ও গোয়ালডাঙ্গা গ্রামের ৫ম থেকে মাস্টার্স পর্যন্ত মোট ১২৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ১লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাঃ খান আনিছউদ্দীন মঞ্জু ও তার সহধর্মিণী রেজিনা মঞ্জু উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন। এসময় গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাছুম বিল্লাহ রনি, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেখ হেদায়েতুল্লাহ, ইউপি সদস্য কেএম রকিবুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
