আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সভাপতির কবর জিয়ারত করেছেন ডাঃ শহিদুল আলম। আজ ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকালে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুল্যা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলাম রফিক এর কচুয়াস্থ পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন, স্বতন্ত্র এমপি প্রার্থী (ফুটবল প্রতীক) আলহাজ্ব অধ্যাপক ডা: মো: শহিদুল আলম। এসময় সাবেক এমপি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেনসহ কুল্যা ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে সফল চিকিৎসক ডাঃ শহিদুল আলম গুনাকরকাটি গওছুল আযম খুলনবী এর ওরশে গমন করেছিলেন।
