তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম’র স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আজ ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকালে ক্লাব চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার।
রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, তালার সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি এস. এম. নজরুল ইসলাম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম. এম. আবুল কালাম আজাদ, তালা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মো. আব্দুর রহমান, রুপালী পরিচালক ও নাগরিক নেতা শফিকুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, নাগরীক নেতা মীর জিল্লুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক বাবলুর রহমান, বায়েজীদ হোসেন, মীর মিল্টন, শামীম হোসেন, হাসান আলী বাচ্চু, পার্থ প্রতিম মন্ডল, শাহিনুর রহমান, আরিফ বিল্লাহ ও মো. ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে সাংবাদিক রফিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. তাওহিদুর রহমান।
একই সাথে দোয়া মাহফিলে তালা রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান শিমু, সাবেক সদস্য আ.কা.ম. সিরাজ উদ্দীন, সাংবাদিক আব্দুল জব্বার, নজরুল ইসলাম ও ফজলুল হক মনিসহ প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এরআগে, এদিন দুপুরে মরহুম সাংবাদিক রফিকুল ইসলামের জন্য কোরআনখানী করা হয়। স্মরণ সভায় তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।
