Wednesday, January 21, 2026

সাতক্ষীরা রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা এবং এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় রসুলপুর সরকারি গোরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মুফতি আব্দুল খালেক, মুফতি সাইফুল্লাহ, মুফতি হাফিজুর রহমান, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা সাগর, মাদ্রাসার সহ-সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েজান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন করা হয়। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মফিজুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article